জনপ্রিয় ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
14
অভিনেত্রী সবিতা শিবন্না, ফেসবুক থেকে

ভারতের বিনোদন দুনিয়ায় তেমন ভালো কাটেনি এই বছরটা। ২০২৪ সালের শুরু থেকেই এসেছে একের পর এক তারকা মৃত্যুর খবর। কখনো গলায় ফাঁস লাগিয়ে আত্মহনন বা কখনো অপঘাতে মৃত্যু! সেইসঙ্গে যৌন সহিংসতার খবর নিয়েও তোলপাড় চলছে বলিউড, টলিউড বা দক্ষিণ ভারতের আনাচে-কানাচে। বছরের শেষ মাসের প্রথম দিনেও অভিনেত্রীর মৃত্যুর খবর ভেসে এলো দক্ষিণী চলচ্চিত্র জগত থেকে। নিজ বাড়ি থেকে উদ্ধার হলো অভিনেত্রী সবিতা শিবন্নার ঝুলন্ত মরদেহ।

অভিনেত্রী সবিতা শিবন্না, ফেসবুক থেকে

রোববার হায়দরাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রীর নিথর দেহ। মাত্র ৩০ বছরেই ঝরে গেল উজ্জ্বল এই তারকার প্রাণপ্রদীপ। অভিনেত্রীর মৃত্যু নিয়ে পুলিশ বলছে, শোবিতা শিবন্নাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তারা। প্রাথমিক ভাবে অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গান্ধী হাসপাতালে। যদিও কেন তার এই পরিণতি হলো সেটি এখনো স্পষ্ট নয়। ঘটনা তদন্তে মামলাও হয়েছে। সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই বলেছে, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী সবিতা শিবন্নাকে কোন্ডাপুরের নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁর বাড়ি গাছিবোলি থানা এলাকার মধ্যে পড়ে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

অভিনেত্রী সবিতা শিবন্না, ফেসবুক থেকে

শোবিতা বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। এরমধ্যে আছে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার’, ‘ওন্ধ কাথে হেলা’, ‘জ্যাকপট এবং বন্দনা’। এছাড়াও তিনি ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কোগিলে’, ‘ব্রহ্মগন্তু’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন। তাঁর মৃত্যুতে শোক নেমেছে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শোক প্রকাশ করছেন সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.