হার্ট অ্যাটাক করেছেন তপন চৌধুরী, এখন কেমন আছেন

0
14
তপন চৌধুরী

পরিবার নিয়ে এখন কানাডায় থাকেন সংগীতশিল্পী তপন চৌধুরী। সময় পেলে দেশে ঘুরে যান। তবে দেশের বাইরে থাকলেও স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মঞ্চেও গান গেয়েছেন তিনি। কানাডার মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। তপন চৌধুরীর হার্ট অ্যাটাকের খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

তপন চৌধুরী
তপন চৌধুরী

সত্তরের দশকের শেষ দিকে পেশাদার গানের জগতে পদচারণ তপন চৌধুরীর। ব্যান্ডে গাওয়ার পাশাপাশি একটা সময় একক ক্যারিয়ারে মনোযোগী হন। অসাধারণ সব গান গেয়ে তিনি জায়গা করে নিয়েছেন সব বয়সী শ্রোতার মনে। ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’, এ রকম অনেক শ্রোতৃপ্রিয় গানের জন্য তিনি বেঁচে থাকবেন।

তপন চৌধুরী
তপন চৌধুরী

এদিকে তপন চৌধুরীর শারীরিক অবস্থা প্রসঙ্গে দিনাত জাহান বলেন, ‘কয়েক দিন ধরে তপনদা বলছিলেন খারাপ লাগার কথা। গত সপ্তাহে নিউইয়র্কে এসেও তেমনটা বলেছিলেন। মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর চিকিৎসকের শরাণাপন্ন হন। ২৬ নভেম্বর পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিন দুটি রিং পরানো হয়। এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.