৭২ কোটিতে কেনা সেই কলা ক্রেতার পেটে

0
7
চীনা বংশোদ্ভূত ক্রেতা জাস্টিন সান।
৬ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে (৭২ কোটি টাকারও বেশি) কেনা ভাইরাল কলাটি খেয়ে ফেলেছেন চীনা বংশোদ্ভূত ক্রেতা জাস্টিন সান।
 
শুক্রবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
 
গত সপ্তাহে নিলামের মাধ্যমে ধূসর রঙের স্কচটেপ লাগানো এই ‘শিল্পকর্ম কলাটি’ কিনেছিলেন জাস্টিন সান। তখনই তিনি বলেছিলেন কলাটি খেয়ে ফেলবেন। অবশেষে হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেলেন তিনি।
 
কলাটি খেয়ে জাস্টিন সান বলেছেন, এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো। সংবাদ সম্মেলনে কলাটি খাওয়ার ঘটনাও শিল্পকর্মের ইতিহাসের একটি অংশ হয়ে উঠতে পারে বলেও জানান তিনি।
 
এদিকে, অবাক করা তথ্য হলো নিউইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে মাত্র ৪২ টাকায় কলাটি কেনা হয়েছিল। এরপর দেওয়ালে স্কচটেপের মাধ্যমে সেঁটে দিয়ে কলাটিকে দেওয়া হয় ‘শিল্পকর্মের’ খেতাব। মাত্র পাঁচ মিনিটের নিলাম শেষে ছয় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে জাস্টিন সান শিল্পকর্মটি কিনে নেন।
 
অনেকের ধারণা, জাস্টিন নিজের প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার স্বার্থে কলাটি এত দাম দিয়ে কিনেছেন।
 
উল্লেখ্য, ২০১৯ সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে। এটি তৈরি করেন মারিজিও ক্যাটেলান। যদিও এর আগে শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা দেওয়াল থেকে খুলে খেয়ে পেলার ঘটনা ঘটেছে। তবে, এরজন্য কাউকে এক টাকাও দিতে হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.