রাজধানীর আগারগাঁওয়ের সড়কে অবস্থান নিয়ে আজ সোমবারও বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। তাঁরা আগারগাঁও মোড় অবরোধ করেছেন। এ কারণে আশপাশের সড়কগুলোয় তীব্র যানজট দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বেলা ১১টা থেকে আন্দোলনকারীরা আগারগাঁও মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীদের অনেকে সড়কের মাঝখানে শুয়ে পড়েন।
এ কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টায় প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক আটকে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ চলছিল।রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। ২৫ নভেম্বর, দুপুর পৌনে ১২টায় তোলা
আন্দোলনকারীদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে।
এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর পর থেকে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ রিকশাচালকেরা।
গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও মহাখালীতে সড়ক-রেলপথ অবরোধ করেন রিকশাচালকেরা। গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও জাতীয় প্রেসক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।
হঠাৎ মেঘভাঙা বৃষ্টি ও এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ভয়ংকর বিপর্যয়ের সম্মুখীন হয়েছে পাকিস্তান। বিস্তীর্ণ এলাকা ভেসে যাওয়ার পাশাপাশি বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে...
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশি বিভিন্ন মিশন সূত্রে...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ ও মনোনয়নপত্র উত্তোলনের সময় বাড়ানো নিয়ে সোমবার রাতে জরুরি সংবাদ সম্মেলন করেছে...