‘সংস্কার শুরু হতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে’

0
6
এ এস এম আব্দুল হালিম

সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করা গেলে কোন সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম। রোববার (২৪ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আব্দুল হালিম বলেন, সংস্কারের শুরু হতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিশেষ শিশুদের পাশাপাশি সব শিশুদেরকে এই চারিত্রিক গঠন ও নীতিশিক্ষার আদর্শে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও ভুক্ত করার দাবি জানান বক্তারা। অতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.