আইপিএল নিলাম কবে-কোথায়, কোন দলের কত বাজেট

0
9
সৌদির জেদ্দায় বসবে এবারের আইপিএল নিলাম।

দু’দিন পরেই বসবে আইপিএলের মেগা নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলো মাত্র ৬ জন করে খেলোয়াড় ধরে রাখতে পেরেছে। দলের মূল অনেক ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়েছে। দিল্লি যেমন ঋষভ পান্তকে ছেড়ে দিয়েছে। রাজস্থান রয়েলস জস বাটলারকে ধরে রাখতে পারেনি। ক্লাবটি তাকে পুনরায় কেনার চেষ্টা করতে পারে। কলকাতা নাইট রাইডার্স আবার ছেড়ে দিয়েছে মিশেল স্টার্ক-ফিল সল্টের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারকে।

আইপিএলের নিলাম কবে: আইপিএলের ১৮তম আসরের নিলাম হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর। এবারের আইপিএলের নিলামে তোলা হচ্ছে ১৫৭৪ জন ক্রিকেটারকে। এর মধ্যে ২০৪ জন ক্রিকেটার দল পাবেন। নিলামের সুবিধার্তে সরাসরি নিলামে রাখা হয়েছে তালিকায় থাকা প্রথম ১১৬ জনকে।

আইপিএলের নিলাম কোথায়:  আইপিএলের এবারের মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। এই নিলামের মাধ্যমে সৌদি আরব টেনিস, গফল ও ফুটবলের পর ক্রিকেটে প্রবেশ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিগত বছরগুলোতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। ক্রীড়া অঙ্গনের তারকাদের সৌদিতে এনে দেশটি ‘স্পোর্টসওয়াশ’-এর চেষ্টা করছে এমন অভিযোগ আছে। এর আগে সৌদির ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেটে বিনিয়োগের কথা জানিয়েছিল।

কোন দলের কত বাজেট: এবারের নিলামে সবচেয়ে বেশি বাজেট আছে পাঞ্জাব সুপার কিংসের হাতে। তারা ১১০ কোটি ৫০ লাখ রুপি খরচ করতে পারবে। দ্বিতীয় সর্বোচ্চ বাজেট আছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তারা ৮৩ কোটি রুপি খরচ করতে পারবে। দিল্লি ক্যাপিটালস খরচ করতে পারবে ৭৩ কোপি রুপি। সমান ৬৯ কোটি রুপি খরচ করতে পারবে গুজরাট টাইটান্স ও লক্ষ্নৌ সুপার জায়ান্ট।

নিলামে বুঝে শুনে অর্থ খরচ করতে হবে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের। তাদের যথাক্রমে ৫১ ও ৫৫ কোটি রুপির বাজেট আছে। এর মধ্যেই গড়তে হবে দল। সমান ৪৫ কোটি রুপির বাজের হাতে আছে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের। সবচেয়ে কম ৪১ কোটি রুপি বাজেট হাতে আছে রাজস্থান রয়েলসের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.