রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে LoGIC UNDP&ERRD-CHT UNDP প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত

0
18
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে UNDP&ERRD-CHT UNDP এর Local Government Initiative on Climate Change (LoGIC) প্রকল্পটি যৌথভাবে ২০২৩ সালের নভেম্বর মাস হতে বাস্তবায়ন চলমান রয়েছে। নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে নিয়ে CHT UNDP এর চলমান প্রকল্পটির বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্য ‍ Sensitization meeting আজ জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 
এ সভায় UNDP এর পক্ষ থেকে প্রকল্পের যাবতীয় কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থিতির মাঝে তুলে ধরা হয়। জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে কি কি প্রভাব বিস্তার করছে এবং সেগুলো মোকাবেলায় করণীয় বিষয়ে ধারণা প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং সভায় সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলাপ্রশাসক(শিক্ষা ও আইসিটি) এবং ডিডিএলজি।
 

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালূকদার বলেন, UNDP পার্বত্য অঞ্চলে প্রথম থেকে আজ ২০২৪সাল পর্যন্ত বিগত ২২ বছর ধরে যে কাজ করেছে পাহাড়ের মানুষের জীবন বেশ উন্নতি হয়েছে। বিশেষ করে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত অনেক উন্নতি হয়েছে। আমি কথা বলে জেনেছি ও দেখেছি পোশাকে আশাকে বেশ পরিরর্তন এসেছে, উন্নতি হয়েছে। এটি UNDP এর অর্জন ।

অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা
তিনি প্রকল্পের সুবিধাভোগীর উদ্দেশ্যে বলেন, UNDP যে প্রকল্প হাতে নিচ্ছে, যাদেরকে টাকা দিচ্ছে তাদেরকে উপলব্দি করতে হবে যে আমাকে টাকাটা দেওয়া হচ্ছে কি জন্য, সেটার সঠিক ব্যবহার হচ্ছে কিনা। এই কাজটা করে লাভ হবে কিনা লোকসান হবে সেটা বুঝতে হবে, না হয় কখনও লাভবান হতে পারবে না। এ ছাড়াও উপস্থিত বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের প্রকল্পের সুবিধাভোগীদের যথাযথ সহযোগিতা, তত্ত্বাবধান ও অসুবিধার বিষয় গুলো জানার চেষ্টা করেন এবং ব্যবস্থা গ্রহনের পরামর্শ প্রদান করেন।

পরিষদের সদস্য বৃন্দ
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলাপ্রশাসক নারিন সুলতানা বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা অনেক বৈচিত্র্যপূর্ণ ও বিভিন্ন চ্যালেঞ্চ রয়েছে। তিনি আচর্য হয়েছেন যে বাস্তবায়িত প্রকল্পে কেন শুধুমাত্র পানি সংকট মোকাবেলার প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে আলোচনা করে জানতে পারেন যে প্রকল্প এলাকায় সবচেয়ে বিশুদ্ধ পানি অভাব রয়েছে। তিনি উপজেলার লাইন ডিপার্টম্যান্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন যে সুবিধাভোগীর বিভিন্ন প্রশিক্ষণ ও তত্ত্বাবধানের সময় কাজের সুবিধার্থে তাদেরকে প্রয়োজনীয় সুচিন্তিত মতামত দিয়ে সহযোগিতা করতে।পরবর্তীতে আরো বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার জন্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে ইউএনডিপিকে তিনি অনুরোধ জানান।
নাইউ প্রু মারমা, সদস্য পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি।
 

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্চ সম্পর্কে মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, যে সব বিষয়গুলো মাথায় রেখে কাজকে এগিয়ে নিতে হবে- হতাশ না হয়ে আমরা এ পর্যন্ত পারি আর এ পর্যন্ত পারা দরকার, এইভাবে ধরেন। যেটুকু দরকার সেটুকু পারেন নাই, এভাবে বুঝাতে চাচ্ছি। আমার এতটুকু সক্ষমতা আছে, আমার মনে হচ্ছে আরো সক্ষমতা এতটুকু বাড়ানো দরকার, এভাবে আগাতে চাচ্ছি। তিনি আরো বলেন প্রতিটি প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে জনগণকে আগে সচেতন হবে যে পরবর্তী যেন সেসব পরিবেশের ক্ষতি না করে। পরিবেশ প্রতিবেশকে বিবেচনা করে সুবিধাভোগী দলগুলো কাজ করতে হবে।

বিপ্লব চাকমা লাইভলিহুড ও এনআরএম স্পেশালিস্ট, ইউএনডিপি
উল্লেখ্য, প্রকল্পটি রাঙ্গামাটি পার্বত্য জেলার ৫টি উপজেলায় ( রাঙ্গামাটি সদর, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল ও লংগদু) মোট ১০টি ইউনিয়নে ৩৫০০জন সুবিধাভোগীর নিয়ে প্রকল্প কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে প্রতিটি সুবিধাভোগীকে ৩০হাজার টাকা ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়েছে। অর্থাৎ ১০ কোটি ৫০হাজার টাকা প্রদান করা হয়েছে। এই সুবিধাভোগীদের নিয়ে ১৫৬টি লজিক গ্রুপ গঠন করা হয়েছে এবং তাদের ব্যাংক হিসাব বাংলাদেশ কৃষি ব্যাংকে খুলে দেওয়া হয়েছে।
 
সুবিধাভোগীদের কাছ থেকে সরাসরি বিভিন্ন মতামত ও কাজের অগ্রগতি জেনে নেওয়া হয়েছে এবং কৃষি, মৎস্য, প্রাণি সম্পদ, কুটির শিল্প এর জেলা কর্মকর্তাদের মতামত ও অসুবিধাগুলোর বিষয়ে আলোচনা করা হয়েছে।
 
সভায় আরো উপস্থিত রয়েছেন নবগঠিত জেলা পরিষদ সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, নাইউ প্রু মারমা, লুৎফুন্নেসা বেগম, সাগরিকা রোয়াজা, বৈশালী চাকমা, দেব প্রসাদ দেওয়ান, প্রণতি রঞ্জন খীসা, বরুণ বিকাশ দেওয়ান, ক্যওসিং মং, রাঙাবী তঞ্চঙ্গা, মোঃ হাবিব আজম, মিনহাজ মুরশীদ, ড্যানিয়েল লাল মুয়ান সাং। এ ছাড়া ইউএনডিপির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন জয় খীসা, ভারপ্রাপ্ত DM, ERRD-CHT UNDP, আমেনা ইয়াসমিন DCCC LoGIC Rangamati,UNDP, Jhuma Dewan, Gender and Community Cohesion, ERRD-CHT UNDP, Biplab Chakma, Livelihood & NRM Specialist, ERRD-CHT UNDP, Sonia Mehzabeen, Country Coordinator, UNV Bangladesh, A K M Azad Rahman, Project Coordinator, LoGIC UNDP.
 
 
 
 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.