বনানী ডিওএইচএসে পরিত্যক্ত অবস্থায় ৬ হ্যান্ডগ্রেনেড, ৭২৬ গুলি উদ্ধার

0
15
বনানীর ডিওএইচএস এলাকা থেকে পরিত্যক্ত হ্যান্ডগ্রেনেড ও গুলি উদ্ধার করা হয়েছে, ছবি: ডিএমপির সৌজন্যে

ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন বনানীর ডিওএইচএস এলাকা থেকে মরিচা ধরা ছয়টি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ এগুলো উদ্ধার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে জানানো হয়, বনানী ডিওএইচএসের ৫ নম্বর সড়কে লেক পাড়ের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর মরিচা ধরা পুরোনো ছয়টি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করা হয়। হ্যান্ডগ্রেনেডের পাশাপাশি ৯টি ম্যাগাজিন ও ৭২৬টি গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল এগুলো নিষ্ক্রিয় করে।

থানা সূত্রের বরাত দিয়ে ডিএমপি বলছে, উদ্ধার হওয়া হ্যান্ডগ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়। যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.