বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৪, বেঁচে আছেন নববধূ

0
19
পাকিস্তানের গিলগিট-বালটিস্তান মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
 
বুধবার (১৩ নভেম্বর) বরযাত্রী বহনকারী বাসটি নদীতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।
 
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানের গিলগিট-বালটিস্তান মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। বিয়ের অনুষ্ঠান থেকে অতিথিদের বাড়িতে নিয়ে যাওয়ার পথে বহনকারী বাসটি নদীতে পড়ে যায়। এতে পানিতে ডুবে অন্তত ১৪ জন নিহত হয়। এ দুর্ঘটনায় একমাত্র নববধূকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ২৫ জন যাত্রীর মধ্যে আরও ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
 
গিলগিটের সিনিয়র পুলিশ কর্মকর্তা নায়েক আলম এএফপিকে বলেন, একটি বাঁকে বাসটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনাটি ঘটে। বিয়ের জন্য বরের পরিবার পাঞ্জাব থেকে ৫০০ কিলোমিটার দূরে ভ্রমণ করেছিল এবং অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত নববধূ বিপদমুক্ত এবং তাকে গিলগিটের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.