রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদফতর। আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদফতরের নেতৃত্বে যৌথবাহিনিকে সাথে নিয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
তবে অভিযান শুরুর আগেই উৎপাদন বন্ধ করে পালিয়ে যায় মালিক ও শ্রমিকরা। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা হয় অর্ধশতাধিক বস্তা পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল।
অভিযানের সময়ে মালিকের সন্ধান না পাওয়ায় বিচ্ছিন্ন করে দেয়া হয় কারখানাটির বিদ্যুৎ সংযোগ। এ সময় বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। স্লোগান দিতে থাকেন অভিযানের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, পুরান ঢাকাতেই রয়েছে শতাধিক পলিথিন তৈরির কারখানা। যেখানে লক্ষাধিক শ্রমিক কাজ করেন বলে দাবি করেন তারা।