ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের

0
24
ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ সময়ই অপ্রতিরোধ্য। আর সেখানেই টানা দুই ম্যাচে (বার্সেলোনা এবং এসি মিলান) বিধ্বস্ত হয়েছে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু দলটা যেহেতু রিয়াল মাদ্রিদ কাম ব্যাক তো করবেই। লা লিগার ম্যাচে ওসাসুনাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভিনি-বেলিংহ্যামরা।
 
শনিবার (৯ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। এই ম্যাচে সফরকারীদের ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। আর এই জয়ের অন্যতম নায়ক ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র। কয়েকদিন আগে ব্যালন ডি’আর না পাওয়া এই ফুটবলার হ্যাটট্রিক করেছেন।
 
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে প্রভাব দেখিয়ে খেলতে থাকেন রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১১তম মিনিটে আহত হয়ে মাঠ ছাড়েন রদ্রিগো। তারপর পরিবর্তে মাঠে নামেন ব্রাহিম। আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। তবে ৩৪তম মিনিটে দলকে এগিয়ে নেন ভিনি।
 
প্রতিপক্ষের বক্সের কাছে এই ব্রাজিলিয়ানের উদ্দেশে বল বাড়ান বেলিংহ্যাম। বাম দিক থেকে দুর্দান্ত শটে ওসাসুনার গোল রক্ষককে পরাস্ত করেন ভিনি। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। অ্যাসেনসিও কাছ থেকে পাওয়া বল জালে জড়াতে ভুল করেননি তিনি। এতে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একটি পরিবর্তন আনেন রিয়াল বস আনচেলত্তি। লুকাস ভাসকেজের পরিবর্তে মাঠে নামেন লুকা মদ্রিচ। গোল পরিশোধের জন্য সফরকারীরা আক্রমণের সুযোগ তৈরির চেষ্টা করতে থাকে। বিপরীতে ম্যাচে ৬১তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে ওসাসুনা।
 
রিয়াল গোলরক্ষক লুনিনের বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস। এদিন যেনও প্রতিপক্ষে সামনে ভয়ঙ্কর হয়ে ওঠেন ভিনি। ৬৯তম মিনিটে ডিয়াসের অ্যাসিস্টে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এই তারকা ফুটবলার। লা লিগার চলতি মৌসুমের একটি প্রথম হ্যাটট্রিক এবং ৮ অষ্টম গোল।
 
দলের ব্যবধান ৪-০ দাঁড়ালে ভিনিকে মাঠ থেকে তুলে নিয়ে আরেক ব্রাজিলিয়ান এন্দ্রিককে মাঠে নামান কোচ আনচেলত্তি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
 
এই জয়ে লা লিগায় ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.