‘বন্ধু’ ট্রাম্পের জয়ে মোদির অভিনন্দন

0
16
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ও ডোনাল্ড ট্রাম্প

আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে যাচ্ছেন হোয়াইট হাউজে। ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসের বিরুদ্ধে রিপাবলিকান এ প্রার্থীর জয়ে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। এ তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি।

বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় নরেন্দ মোদি বলেছেন, নির্বাচনে ঐতিহাসিক জয়ে বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার আগের মেয়াদে যথেষ্ট সফলতা অর্জন করেছিলেন। তার ওপর নির্ভর করে আমাদের বৈশ্বিক ও কৌশলগত অংশীদারিত্ব অগ্রসর হবে বলে আমি আশাবাদী। আমাদের জনগণের উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য চলুন আমরা একত্রে কাজ করি।

এবারের মার্কিন নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প। ইতিহাস গড়তে ট্রাম্পের দরকার ছিল ২৭০ ভোট। ইতোমধ্যে তিনি সেই ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন।

‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনে’ ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউজে আপনার ঐতিহাসিক ফিরে আসা আমেরিকার জন্য একটি নতুন যাত্রা এবং ইসরায়েল ও আমেরিকার মহৎ অংশীদারিত্বের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি।

নেতানিয়াহু আরও বলেছেন, ‘এটি একটি বিশাল বিজয়।’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও অনেকটা একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল বিজয়ের জন্য অভিনন্দন। পৃথিবীর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়!

এই রিপাবলিকান প্রার্থীর ‘ঐতিহাসিক নির্বাচনী বিজয়ে’ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, আগামী বছরগুলোতে আপনার সাথে কাজ করার অপেক্ষা করছি। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমরা আমাদের মূল্যবোধ, স্বাধীনতা, গণতন্ত্র ও উদ্যোগী মনোভাব রক্ষায় একত্রে কাজ করবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.