জকসু নীতিমালা প্রণয়নসহ ১২ দাবি জবি ছাত্রশিবিরের

0
21

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় ফ্যাসিবাদের মূলোৎপাটন, ১৫ কর্মদিবসের মধ্যে ছাত্র সংসদ (জকসু) নীতিমালা প্রণয়নসহ ১২ দফা দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন শাখা ছাত্রশিবির নেতারা। এর আগে তারা উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের কাছে এ নিয়ে স্মারকলিপি দেন।

সংবাদ সম্মেলনে লিখিত দাবি উপস্থাপন করেন জবি সভাপতি ইকবাল হোসেন শিকদার। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– জুলাই বিপ্লবে শহীদদের মরণোত্তর এবং আহতদের বীরত্বের সম্মাননা প্রদান, ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরে সব নিয়োগ তদন্ত করে ব্যবস্থা; বর্তমান ক্যাম্পাসকে মূল ক্যাম্পাস রাখা এবং কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ ৬০ দিনের মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর; জবির আবাসন সংকট নিরসনে বেদখল হলগুলো উদ্ধার, ভবন পুনর্নির্মাণ এবং মাসিক আবাসন ভাতার ব্যবস্থা; দুই বছর অন্তর সমাবর্তন আয়োজন; দলীয় সুপারিশ বা রাজনৈতিক পরিচয়ে শিক্ষক নিয়োগ বন্ধ; শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং ক্যাফেটেরিয়া মানসম্মত খাবার নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন জবি শিবির সেক্রেটারি আসাদুল ইসলাম। উপস্থিত ছিলেন শাখা শিবিরের অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, শিক্ষা ও গবেষণা সম্পাদক শাহিন আহমেদ, দাওয়াহ সম্পাদক আরিফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ শাওন সর্দার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন, স্কুল বিতর্ক ও তথ্য প্রযুক্তি নাহিদ হাসান রাসেল, সমাজসেবা ও ছাত্র কল্যাণ সম্পাদক জুবায়ের আহমেদ, আবাসন ও পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ, এইচ আরডি ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. জাহেদ, আইন সম্পাদক সোহান আহমেদ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.