সুন্দরবনে দস্যুদের সঙ্গে গোলাগুলি, জিম্মি ১০ জেলে উদ্ধার

0
27
জিম্মি ১০ জেলে উদ্ধার

পশ্চিম সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন বিভাগের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জিম্মি হওয়া ১০ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা রেঞ্জের তক্তাখালি খালে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, দিনভর অভিযান শেষে রাত সাড়ে ১০টার দিকে উপকূলে ফিরেছে বন বিভাগের কর্মীরা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাসানুর রহমান বলেন, সকালে আমরা খবর পাই ৩-৪ জন জেলেকে জিম্মি করেছে দস্যুরা। পরবর্তীতে রেঞ্জের সকল স্টেশনের সদস্যরা ৪০-৪৫ জন একত্রে অভিযান করা হয়।

তিনি বলেন, তক্তাখালি খালে পৌঁছালে দস্যুরা আমাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে পাল্টা পাঁচ রাউন্ড গুলি ছুড়লে দস্যুরা বনের ভিতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি, তিনটি ডিঙি নৌকা, সোলার লাইট ও জিম্মি থাকা দশ জেলেকে উদ্ধার করা হয়। মুক্তিপণ আদায়ের আগেই তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দস্যুদের আটক করা সম্ভব হয়নি।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছে জিম্মি করা দস্যুরা দুইজন ছিল। একজন গাবুরার মজ্ঞুরুল, গাবুরায় বাড়ি হলেও সে বসবাস করে মুন্সিগঞ্জ ইউনিয়নের মৌখালিতে। তবে অপরজনের নাম বলতে পারেননি তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.