জাপান ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘোষণা

0
35
ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আইওয়া

জাপান ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক নতুন অংশীদারিত্বের ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল একে একটি ঐতিহাসিক ও ‘খুব সময়োপযোগী’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। দেশটির রাজধানী টোকিওতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেয়া হয়। শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আইওয়া চুক্তিপত্রের মোড়ক উন্মোচন করেন। যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্প ও মহাকাশ নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও অন্যান্য বিষয়ে সমন্বয় গড়ে তুলতে এই চুক্তি।

বোরেল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের মধ্যে এই নিরাপত্তা ও প্রতিরক্ষাগত অংশীদারিত্বের সিদ্ধান্তের কথা ঘোষণা করতে মন্ত্রী আইওয়ার সাথে এখানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত খুশি।’

বোরেল সংবাদদাতাদের বলেন, ‘আমরা ভীষণ বিপজ্জনক বিশ্বে বসবাস করছি’ এবং ‘আমাদের উভয়ের অঞ্চলের পরিস্থিতির নিরিখে এই রাজনৈতিক চুক্তি ক্রমশ তৈরি হওয়া হুমকিকে মিলিতভাবে সামলাতে আমাদের সক্ষমতাকে আরো গভীর করবে।’

উল্লেখ্য, টোকিওর বৈঠকের পর বোরেল দক্ষিণ কোরিয়ায় রওনা হয়েছেন। সেখানে কর্মসূচির শীর্ষে থাকবে উত্তর কোরিয়া নিয়ে উদ্বেগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.