চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে রান বন্যায় ভাসিয়ে ইনিংস ঘোষণা প্রোটিয়াদের

0
34
বাংলাদেশ

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শেষ সেশনে এসে ৫৭৭ রানে ইনিংস ডিক্লেয়ার করে কিউই অধিনায়ক এইডেন মার্করাম। দলের হয়ে তিনটি শতক তুলে নিয়েছেন টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও উইন মুল্ডার। সর্বোচ্চ ১৭৭ রান আসে জর্জির ব্যাট থেকে। মাত্র ১৯ রান দূরে থেকে চট্টগ্রামে নিজেদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার আগেই ব্যাট ছাড়ে দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০০৮ সালে এই মাঠে এক ইনিংসে ৫৮৩ রান সংগ্রহ করেছিল তারা।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। আগের দিনে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করা প্রোটিয়াদের ইনিংস শুরু করেন জর্জি ও ডেভিড বেডিংহাম। আগের দিনের ২ উইকেটের সাথে দ্বিতীয় দিনের কিউইদের ইনিংসের প্রথম ৩ উইকেটের সবকটিই তুলে নেন স্পিনার তাইজুল ইসলাম। এদিন অর্ধশতক তুলে নেন বেডিংহাম।

৪১৩ রানে ৫ উইকেট নিয়ে লাঞ্চে যায় সফরকারীরা। লাঞ্চের পর আগের মতোই আক্রমণাত্বক ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন রিকেল্টন ও মুল্ডার। কিউদের ইনিংসের শেষ উইকেটটি তুলে নেন নাহিদ রানা।

শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৫৭৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.