নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে হাসপাতালে নেওয়ার অনুমতি দিল ইরান

0
30
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইরানের নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদি

শান্তিতে নোবেলজয়ী ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি দিয়েছে  সরকার। তিনি প্রায় ৯ সপ্তাহ ধরে অসুস্থ।

নার্গিস মোহাম্মদির কারামুক্তির পক্ষে প্রচার চালানো একটি দল গতকাল রোববার এ কথা বলেছে।

দ্য ফ্রি নার্গিস কোয়ালিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নার্গিসের শরীরে একাধিক জটিলতা দেখা দিয়েছে। নিবিড় চিকিৎসা পেতে তাঁকে অবশ্যই কারাগার থেকে ছাড়তে হবে। কয়েক মাস ধরে চলা অবহেলা ও বঞ্চনার কারণে নার্গিসের শরীরে যে জটিলতা দেখা দিয়েছে, তাতে তাঁকে শুধু হাসপাতালে ভর্তি করালেই চলবে না।

ইরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী আছেন নার্গিস। এই কারাগারে রাজনৈতিক বন্দী এবং পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আটক ব্যক্তিদের রাখা হয়।

গত সেপ্টেম্বরে দেওয়া নার্গিসের চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী তিনি গুরুতর হৃদ্‌রোগে ভুগছেন। তাঁর বয়স ৫২ বছর। তিনি শান্তিতে নোবেলজয়ী ১৯তম নারী।

ইরান সরকার নার্গিস মোহাম্মদিকে বেশ কয়েকবার গ্রেপ্তার করেছে এবং তিনি বহু বছর কারাবন্দী থেকেছেন। এরপরও মানবাধিকারের পক্ষে নিজের লড়াই চালিয়ে গেছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.