প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব মোহাম্মদ মোজাম্মেল হকের নিয়োগ বাতিল করেছে সরকার।
বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
চীনে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত মোজাম্মেল হক মঙ্গলবারই এই পদে নিয়োগ পেয়েছিলেন। এর একদিনের মধ্যেই তা বাতিল করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত তার নিয়োগ বাতিল করা হয়েছে।
মোজাম্মেল হক বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২৫ তম ব্যাচের সদস্য। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে ফরেন সার্ভিসে যোগ দেন। ব্যক্তিজীবনে মোজাম্মেল হক বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।