ঘূর্ণিঝড় ডানা, বাগেরহাটে প্রস্তুত ৩৫৯ আশ্রয়কেন্দ্র

0
14
বাগেরহাটে ঘূর্ণিঝড় ডানা’র জন্য ৩৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত
ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাগেরহাটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।
 
বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুরের দিকে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। হঠাৎ এই বৃষ্টি শুরু হওয়ায় জনজীবনে আতঙ্ক বিরাজ করছে।
 
এদিকে জেলা প্রশাসক ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের জন্য ৩৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
 
এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেছেন, উপকূলীয় এই জেলার মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। আমরা ডানা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
 
তিনি আরও বলেন, জেলায় ৩৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ৮০০ টন চাল, নগদ ১৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এ ছাড়া শিশুখাদ্য জন্য ৫ লাখ ও গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা নগদ বরাদ্দ রাখা হয়েছে। মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য ৩ হাজার ৫০৫ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.