আগামী শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে গত রাতে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিল লস ব্লাঙ্কোসরা। ভিনি-এমবাপ্পের নৈপুণ্যে সেল্টার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল। এতে শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁলো তারা। ১০ ম্যাচে অষ্টম জয়ে ২৪ পয়েন্ট রিয়ালের। তবে ২৪ পয়েন্ট নিতে বার্সেলোনাকে খেলতে হয়েছে ৯ ম্যাচ যেখানে এক ম্যাচ বেশি খেলেছে লস ব্লাঙ্কোসরা। আজ রাতে বার্সেলোনা জিতলেই ফের ছাড়িয়ে যাবে রিয়ালকে।
প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগে ম্যাচের ২০ মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। এরপর প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শটে আসরের ষষ্ঠ গোল করেন তিনি। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় কার্লো আনচেলোত্তির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের সুইডেনের মিডফিল্ডার উইলিয়টের গোলে ৫১ মিনিটে গোল হজম করে রিয়াল।
৬৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস। মাদ্রিদ ক্লাবের ইতিহাসে এদিন সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের মর্যাদা পাওয়া লুকা মদরিচের থ্রু বল ধরে গুয়াইতাকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তারপর কোর্তোয়ার দারুণ কয়েকটি সেভে লিড ধরে রাখে রিয়াল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভাগ্য ভালো থাকায় বেঁচে যায় তারা। সেল্টার বদলি খেলোয়াড় টাসোস দুভিকাসের বাঁ পায়ের শট গোলপোস্ট ঘেষে মাঠের বাইরে যায়।
সেল্টার বিপক্ষে জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমি আনন্দিত, কারণ আন্তর্জাতিক বিরতির পর আমরা জয় পেয়েছি, যা মোটেই সহজ নয়। যখন তারা সমতা ফেরাল, তখন পরিবর্তনগুলো নতুন করে আমাদের উজ্জীবিত করল। এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’