খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলায় গুলশান থানার সাবেক ওসি ৪ দিনের রিমান্ডে

0
41
ওসি রফিকুল ইসলাম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে কাজে বাধা ও হত্যাচেষ্টা মামলায় গুলশান থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ৪ অক্টোবর এই মামিলাটি দায়ের করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশকিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওইদিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি। বিএনপির অভিযোগ, দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

উল্লেখ্য, ওই ঘটনার সময় গুলশান থানার ওসি ছিলেন রফিকুল ইসলাম। এরপর দুই দফা পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হন তিনি। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেফতারে অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.