যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে কৃষ্ণাঙ্গ ও লাতিন বংশোদ্ভূত ভোট পেতে আরও তৎপর হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। পিছিয়ে নেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও।
কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটারদের মধ্যে বড় ব্যবধানে এগিয়ে আছেন কমলা। কিন্তু ট্রাম্প এই ভোটারদের মধ্যেও সুবিধানজনক অবস্থান তৈরি করছেন—এমন চিত্র উঠে এসেছে জরিপে। এরপর ডেমোক্র্যাটরা সতর্ক করে বলেছেন, নভেম্বরে কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটারদের কেন্দ্রে টানতে কমলাকে আরও বেশি তৎপর হতে হবে।
সাম্প্রতিক জরিপে দেখা যায়, কমলার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটারদের সমর্থন আদায়ে ভালো করেছেন। ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনের ধারাবাহিকতায় এবারও এই ভোটারদের মধ্যে নিজের অবস্থান ধরে রাখতে যাচ্ছেন তিনি।
নিউইয়র্ক টাইমস ও সিয়েনার জরিপে দেখা যায়, কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটারদের মধ্যে কমলার প্রতি ৭৮ শতাংশ সমর্থন রয়েছে। কিন্তু সাম্প্রতিক নির্বাচনগুলোয় ডেমোক্র্যাটদের প্রতি এই সমর্থন ছিল ৯০ শতাংশ।
বিবিসি, ওয়াশিংটন