দীপ্ত টিভির কর্মী হত্যা: বিএনপি নেতা রবিকে শোকজ

0
16
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শোকজ করা হয়েছে।
 
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ করা হয়।
 
এতে বলা হয়, গতকাল (বৃহস্পতিবার) সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম নিহত হওয়ার ঘটনায় আপনি (রবি) জড়িত আছেন মর্মে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
 
‘এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।’
 
এর আগে, রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে তামিমকে হত্যা করা হয়। অভিযোগ উঠে, প্লিজেন্ট প্রোপ্রার্টিজ লিমিটেড ডেভলপার কোম্পানির কর্মীরা তামিমকে হত্যা করে। ডেভেলপার কোম্পানিটির মালিক শেখ রবিউল আলম রবি।
 
এ ঘটনায় তামিমের পরিবার ১৬ জনের নামে মামলা করেছে। এরমধ্যে তিন নম্বর আসামি রবি। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.