হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাবেক মন্ত্রী মান্নান

0
15
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
জামিনে মুক্তির পর এবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে।
 
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে জামিনের কাগজপত্র পৌঁছালে দুপুর দেড়টার দিকে সব প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিকেল ৩টার দিকে শান্তিগঞ্জের বাসভবন হিজল করচে পৌঁছান তিনি।
 
এম এ মান্নানের বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ।
 
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন বলেন, সকালে সুনামগঞ্জ থেকে জামিনের কাগজপত্র সিলেটে আসলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সব প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
 
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর এম এ মান্নানের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
 
এর আগে বুধবার (৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালত তার জামিন মঞ্জুর করেন।
 
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা করেন। মূলত এই মামলায় কারাগারে ছিলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.