ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালানোর কোন গ্যারান্টি যুক্তরাষ্ট্রকে দেয়নি ইসরায়েল

0
16
ইসরায়েল

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধে মরিয়া ইসরায়েল। তাই, বাইডেন প্রশাসন-কে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হবে না- এমন কোন গ্যারান্টি দেয়নি ইসরায়েল। শুক্রবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন এমন তথ্য। তিনি বলেন, আগামী ৭ অক্টোবরের হামাসের হামলার বার্ষিকী। ঐদিনটি ইরানে হামলার দিন হিসেবে ইসরায়েল ব্যবহার করবে কি না, সেই বলা সত্যিই কঠিন।

‘আমরা আশা করি, শক্তির পাশাপাশি কিছু প্রজ্ঞার সঠিক প্রয়োগ দেখতে পাবো। তবে, আপনি জানেন, ইসরায়েলের হামলার কোন গ্যারান্টি নেই। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেনি যে ইরানের পারমাণবিক সাইটগুলো টার্গেট টেবিলের বাইরে রয়েছে কিনা, পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.