আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে স্কটল্যান্ডকে ১২০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন শোভনা মোস্তারি। এছাড়া সাথী রানী ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে যথাক্রমে ২৯ ও ১৮ রান।
আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও সাথী রানী। দলীয় ২৬ ও ব্যক্তিগত ১২ রানে ফ্রেজারের বলে হরলের ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন। এরপর শোভনা মোস্তারিকে সাথে নিয়ে ৪২ রানের জুটি গড়েন সাথী রানী। দলীয় ৬৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাথী।
নতুন ব্যাটার তাজ নেহার ফিরে যান শূন্য রানে। বেশিক্ষণ থাকতে পারেননি ইনিংসে সর্বোচ্চ রান করা শোভনা মোস্তারিও। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ১০ রান। বাকিরা সবাই বিদায় নেন এক অঙ্কের রানে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।
স্কটল্যান্ডের পক্ষে ১৩ রানে ৩টি উইকেট তুলে নেন সাসকিয়া হরলে। এছাড়া ১টি করে উইকেট পান ফ্রেজার, অলিভিয়া বেল ও ক্যাথরিন ব্রাইস।