নাটকীয় জয়ে ১২ বছর পর ফাইনালে ব্রাজিল

ফুটসাল বিশ্বকাপ

0
12
ব্রাজিল
ফুটসাল বিশ্বকাপে ১২ বছর পর ফাইনালে উঠলো টুর্নামেন্টটির সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
 
বুধবার (২ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচটি শুরু হয়। এতে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে সেলেসাওরা।
 
বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া সেমিফাইনালে নাটকীয়ভাবে জিতেছে ব্রাজিল। ম্যাচে হয়ে জোড়া গোল করেন ব্রাজিলের দিয়েগো। জয়ের গোলটি এসেছে আত্মঘাতী থেকে। ইহোর করসুন ও ইহোর চেরনিয়াভস্কি ইউক্রেনের হয়ে গোল দুটি করেন।
 
ম্যাচটিতে ইউক্রেনের গোলপোস্টে ৫২টি শট নেয় ব্রাজিল, যার মধ্যে ১৬টিই ছিল লক্ষ্যে। ইউক্রেন নেয় ৫০টি শট, যার ১২টি লক্ষ্যে ছিল। তবে ইউক্রেনের করা আত্মঘাতী গোলটিই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছে।
 
ফুটসাল বিশ্বকাপে সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ২০১২ সালের পর আর শিরোপা শিরোপার দেখা পায়নি দেশটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.