আর কয়েক দিন পড়েই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। ইতোমধ্যে মহালয়ার মাধ্যমে শুরু হয়ে গেছে পূজার আমেজ। সেই ছোঁয়া লেগেছে বিদ্যা সিনহা মিমেরও। তিনি হিন্দু ধর্মের অনুসারী। তাই পূজার সাজে লাস্যময়ী রূপে রীতিমতো ভক্তদের নজর কাড়লেন মিম।
বুধবার (২ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পূজার সাজে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ মহালয়া’। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।পূজার সাজে বিদ্যা সিনহা মিম
ওই ছবিগুলোতে দেখা যায়, মিমের পরনে রয়েছে সাদা শাড়ি। যার পাড় ও আঁচলজুড়ে লালের ছোঁয়া। সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপিস্টিক সঙ্গে নাকে একটি বড় নথও পরেছেন তিনি।
শুধু তাই নয়, গলায় লম্বা চেইন, হাতে শাখা-পলা ও সোনালি বালাও পরনে রয়েছে তার। খোলা চুল, মিষ্টি হাসি আর পদ্মফুল হাতে একেবারে দেবীর রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন মিম।
এদিকে পূজার সাজে অভিনেত্রীর ছবিগুলো দেখে তার প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে যেন কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে তাদের।
চিত্রাঙ্গদা সিংকে আগে ভাবগম্ভীর চরিত্রেই দেখা যেত বেশি, তবে সম্প্রতি হালকা মেজাজের বাণিজ্যিক ছবিতেও ধরা দিচ্ছেন তিনি। অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ ছবিতে হাজির হয়ে...
অভিষেকেই বিশ্ব রেকর্ড গড়লেন বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছে আসিফের। আর অভিষেকেই এই...
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবন এলাকায় যে বিশৃঙ্খলা হয়েছে, তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির...