ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

0
57
ইসরায়েলি হামলা
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ সুরুর। ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, তারা লেবাননের বৈরুতের দক্ষিণ এলাকায় বৃহস্পতিবার বিকেলে হামলা চালিয়ে মোহাম্মদ সরুরকে হত্যা করেছে। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
 
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন মোহাম্মদ সুরুর। তিনি হিজবুল্লাহর বিমান বিধ্বংসী ইউনিটের প্রধান ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
 
মূলত লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তদারকির দায়িত্বে ছিলেন তিনি। বিমান বিধ্বংসী বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং রকেট তৈরীর প্রকল্পও নিয়ন্ত্রণ করতেন সুরুর।
 
সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের ওপর আঘাত হানছে ইসরায়েল। মঙ্গলবার ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসিকে, গত শুক্রবার সামরিক অপারেশন্স ইব্রাহিম আকিলের ওপর হামলা চালিয়ে উভয়কে হত্যা করে ইসরায়েল।
 
ইসরায়েল বৃহস্পতিবার লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর ২২০টি টার্গেটে আঘাত হানার দাবি করেছে। হিজবুল্লাহও জবাব দিয়ে যাচ্ছে। তারা ইসরায়েলের উত্তরের নগরীগুলোতে ১৭৫টির বেশ রকেট নিক্ষেপ করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.