আন্দোলনে আহতদের চিকিৎসায় প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনা

0
56
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মেডিকেল বোর্ডের সুপারিশের আলোকে প্রযোজ্যক্ষেত্রে চিকিৎসাধীনদের দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা যাবে।
 
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনার চিঠি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না।
 
এতে বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল বোর্ড গঠন করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মেডিকেল বোর্ডের সুপারিশের আলোকে প্রযোজ্যক্ষেত্রে চিকিৎসাধীনদের দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এতে আরও বলা হয়েছে, হাসপাতালসমূহে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও যথাযথ সমন্বয়ের লক্ষ্যে প্রযোজ্য হাসপাতালসমূহে একটি সার্বক্ষণিক সমন্বয় সেল স্থাপন করতে হবে।
 
সংশ্লিষ্ট হাসপাতালের ১ জন ডাক্তার (হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত), হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা বা শহর সমাজসেবা কর্মকর্তা অথবা সমাজসেবা অধিপ্তর কর্তৃক মনোনীত কর্মকর্তা, দুজন ছাত্র প্রতিনিধির সমন্বয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সার্বক্ষণিক সমন্বয় সেল গঠনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়। উপরোক্ত সমন্বয় সেল হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল বোর্ড ও স্বাস্থ্যসেবা বিভাগের সাথে প্রয়োজনীয় সমন্বয় করবে। আহতদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে তা স্বাস্থ্যসেবা বিভাগ ও প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করবে।
 
প্রধান উপদেষ্টার উপরোক্ত নির্দেশনাসমূহের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.