দেশে গুম হওয়া ব্যক্তির সংখ্যা ১৫৫ জনের বেশি বলে জানিয়েছেন মায়ের ডাক সংগঠনের সদস্যরা। যদি সারা দেশ থেকে তথ্য পাওয়া যায় এই সংখ্যা আরও বাড়বে বলেও জানান তারা।
বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গুম কমিশনে যান মায়ের ডাকের সদস্যরা।
এ সময় তারা বলেন প্রতিটি ক্ষেত্রেই গুম হয়ে যাওয়া ব্যক্তির তথ্য, আবেদনকারীর তথ্য, গুমের প্রতিটা ঘটনার সঠিক তথ্য থাকা জরুরি। সন্ধানের জন্য এখন পর্যন্ত কমিশনে ৩৪ টি ফাইল জমা দেয়া হয়েছে।
আগামী সপ্তাহেও আরও কিছু ফাইল জমা দেয়া হবে কমিশনে; যাতে গুম হওয়া ব্যক্তিদের পরিবার সঠিক তথ্য পায়। গুম হওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য ১০ অক্টোবর পর্যন্ত কমিশনের পক্ষ থেকে সময় দেয়া হয়েছে।