ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৯

0
46
বজ্রপাত
ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
 
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের দেউনিয়া বাজারের পাশে ভূল্লী নদীতে ও বালিয়াডাঙ্গী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- শুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম (১৫), নজরুল ইসলামের ছেলে মনির (১৪) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে আতাউর রহমান (২৪)।
 
এ ঘটনায় আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনজন ও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও ৬ জন।
 
আহতরা হলেন- গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের হাফিজুলের ছেলে ফারুক হোসেন (১৮), বরকত আলীর স্ত্রী ফজিলা বেগম (৩৫), ইউসুফ আলীর ছেলে ফরিদ (১৫), বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ৮ বছর বয়সী শিশু রুমান, ১২ বছর বয়সী কিশোর রানা, ১১ বছর বয়সী শিশু সাকিবুল, ফুলতলা গ্রামের ৭ বছর বয়সী শিশু ফয়সাল, উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে নিহত আরিফুল ও মনির নদীতে গোসল করছিলেন। সেখানে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে আতাউর রহমান মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান।
 
এ ঘটনায় নিহতদের পরিবার ও ওই এলাকাগুলোতে নেমে এসেছে শোকের ছায়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.