ইরানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য খোরাশানে একটি কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। রবিবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত ৯টায় ঘটা এ বিস্ফোরণের পর থেকে আরও ২৪ জন নিখোঁজ রয়েছেন। মদনজু কোম্পানির পরিচালনাধীন খনিটির দু’টি ব্লকে মিথেন গ্যাসের বিস্ফোরণ দুর্ঘটনাটির কারণ। ঘটনার সময় সেখানে ৬৯ জন শ্রমিক ছিলেন।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যারা আটকে পড়েছেন, তাদের উদ্ধারে এবং তাদের পরিবারকে সহায়তা দিতে সব প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, ইরানের খনিতে এমন ঘটনা প্রথম নয়। ২০১৩ সালে দুটি পৃথক খনিতে ১১ শ্রমিক নিহত হন। ২০০৯ সালে বেশ কয়েকটি ঘটনায় ২০ শ্রমিক নিহত হন। ২০১৭ একটি কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিলেন।