দুই মাসের মধ্যে নদী দখলমুক্ত করতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেয়া হয়েছে: সৈয়দা রিজওয়ানা

0
111
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলমুক্ত করতে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আাগারগাঁওয়ে পর্যটন করপোরেশন ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কঠোর আইন প্রয়োগ না করলে এ সমস্যার সমাধান সম্ভব নয়। আগামী দুই মাসের মধ্যে নদী দখলমুক্ত করতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেয়া হয়েছে। এ সময় দেশে ৬৬ হাজার দখলদার আছে বলেও জানান তিনি।

তিনি বলেন, নদী থেকে বালু উত্তোলন একটি বড় সমস্যা। এ লক্ষ্যে কাজ করছে সরকার। আগামী পহেলা ডিসেম্বর থেকে সচিবালয়ে প্লাস্টিক বোতল নিষিদ্ধ করে পাটজাত পণ্যের ব্যাবহার বাড়ানো হবে। একই সাথে যেসব এলাকায় পাহাড় ও টিলা আছে সেগুলো বাঁচানোর তালিকা করা হচ্ছে বলেও জানান সৈয়দা রেজওয়ানা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.