ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0
62
ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগাররা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম এ চিদম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।
 
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ধরে রেখেই ভারতের বিপক্ষে নামছে টাইগাররা। একাদশে আছে ৩ বিশেষজ্ঞ পেসার। এদিকে ভারতও ৩ বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামছে। পাশাপাশি একাদশে আছে ২ স্পিনার।
 
অন্যদিকে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ভারতও। ব্যাটিং-বোলিং সবদিকেই ভারসাম্য রেখেছে আকাশী-নীলরা।
 
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
 
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.