কুমিল্লার সীমান্ত দিয়ে পাচারের সময় আবারও ইলিশ জব্দ

0
42
ইলিশ মাছ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইউএনও বলেন, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের শশীদল এলাকার মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়। পরে বিজিবির নিয়ম অনুযায়ী মাছগুলো নিলামে বিক্রি করা হয়।

অন্যদিকে বিজিবি জানায়, শশীদল এলাকায় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্স ফেলে পালিয়ে যায়। পরে এগুলো থেকে ৪৪০ কেজি ইলিশ পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বিজিবি আরও জানায়, মাছগুলো জব্দের পর নিয়মানুযায়ী নিলামে বিক্রি হয়েছে। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তবে নিলামে কত টাকায় মাছগুলো বিক্রি করা হয়েছে, এ তথ্য উল্লেখ করা হয়নি।

এর আগে গত বুধবার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা (আনন্দপুর) থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করে বিজিবির একটি দল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.