চট্টগ্রামের এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন

0
28
এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের এশিয়ান পেইন্টস কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
 
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সওকত হোসেন।
 
ফায়ার সার্ভিস জানায়, রোববার সকালে অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস নামে একটি কারখানার ভেতরের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে কারখানার ভেতরে থাকা মেশিনারিজ ও ওপরের সিলিংয়ের আংশিক পুড়ে গেছে। তবে কারখানার নিচ তলায় থাকায় কেমিক্যালগুলো আগুন লাগার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
 
এ বিষয়ে জানতে এশিয়ান পেইন্টসের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
 
এ দিকে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শওকত হোসেন বলেন, ‘সকালে এশিয়ান পেইন্টসের কারখানার ভেতরে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’
 
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘এশিয়ান পেইন্টস কারখানায় সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। পরবর্তীতে আমাদের সঙ্গে যোগ দেন বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.