ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে কুমিল্লায় সার্বভৌম সমাবেশ ও লংমার্চ

0
49
ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে ও আন্তঃসীমান্ত নদীগুলোতে অবৈধ ও একতরফা দেয়া সকল বাঁধ উচ্ছেদের দাবিতে কুমিল্লায় সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে ও আন্তঃসীমান্ত নদীগুলোতে অবৈধ ও একতরফা দেয়া সকল বাঁধ উচ্ছেদের দাবিতে কুমিল্লায় সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ৫ দফা দাবি তুলে ধরা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকা থেকে ত্রিপুরার বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লংমার্চের সাথে একাত্মতা পোষণ করে এই সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে এই সমাবেশ শেষে লংমার্চটি বিবির বাজার স্থলবন্দর অভিমুখে রওনা হয়।

সমাবেশে বক্তারা ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদ জানান। এ সময় সকল নদীর ওপর ভারতের এক তরফা দেয়া বাঁধ উচ্ছেদের জন্য সরকারকে সচেষ্ট হওয়ার দাবি জানান তারা।

ইনকিলাব মঞ্চের আয়োজনে সভায় পাঁচ দফা দাবি উত্থাপন করেন মঞ্চের মুখপাত্র ওসমান হাদী। এছাড়া সমাবেশে ঢাকা থেকে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এ কে জুবায়ের, মঞ্চের সদস্য ছাত্রদল নেতা তোফায়েল আহমেদসহ অনেকে বক্তৃতা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.