সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বন্ধ হচ্ছে ব্রাজিলে

0
63
এক্স

ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্স ( সাবেক টুইটার) বন্ধ হতে চলেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটির বেঁধে দেয়া সময়ের মধ্যে এক্স তাদের নতুন আইনি প্রতিনিধির নাম ঘোষণা না করায় আসতে পারে এমন নিষেধাজ্ঞা। শুক্রবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এ বছরের এপ্রিলে, দেশটির বিচারক আলেসান্দ্রে দি মোরায়েস অপতথ্য প্রচারের দায়ে বেশ কিছু এক্স অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেন।

তখন ইলন মাস্কের প্রতিক্রিয়া ছিল, বিচারপতি একজন ‘স্বেচ্ছাচারী ও স্বৈরাচারীর’ মতো ব্যবহার করছেন। এক্স-এ পোস্ট করে মাস্ক লিখেছিলেন, মোরায়েস হলেন ‘বিচারপতির ছদ্মবেশে এক জঘন্য অপরাধী’।

বিচারপতি মিথ্যা ও বিকৃত তথ্য ছড়ানোর জন্য এক্স-এ কিছু অ্যাকাউন্ট ব্লক করতে পারেন কিনা তা নিয়েই বিতর্ক দেখা দেয়। মাস্কের মতে, এই ধরনের নির্দেশ সেন্সরশিপ ছাড়া আর কিছুই নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.