বাংলাদেশের ব্যান্ড সংগীতে আইয়ুব বাচ্চু আবেগ ও ভালোবাসার একটি নাম। আইয়ুব বাচ্চু ও তার স্বপ্নের ব্যান্ড এলআরবি দীর্ঘ সময় পাশাপাশি চলেছে। হয়ে ওঠে একে অপরের সমার্থক শব্দ। দেশ–বিদেশের মঞ্চ এলআরবি নিয়ে মাতিয়েছেন তিনি। আইয়ুব বাচ্চু গিটারের বাদনে মোহাবিষ্ট রাখতেন মঞ্চের সামনে থাকা শ্রোতাদের। ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবীর ম্যায়া ত্যাগ করেন এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তবে আসহায় মানুষদের জন্য রেখে যান ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’। সেই ফাউন্ডেশন এবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া মানুষদের পাশে দাঁড়াল।
‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’ থেকে ইতোমধ্যেই পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা করেছে। বিষয়টি এলআরবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ বড় বিপদ আমাদের। মানুষ ভেসে গেছে, জনপদ ভেসে গেছে। কিন্তু আমাদের বাঁচার স্বপ্ন ভেসে যায়নি। হিমালয়ের বেসিনের এই পলি বদ্বীপে বন্যা আর আমাদের সুপ্রাচীন সম্পর্ক। আমরা সব থেকে শক্তিশালী আমাদের দুর্যোগে। বানভাসি মানুষের এই পলির বুকে ফিনিক্স পাখির মতো জেগে উঠে বারবার। আমাদের সেই ১৯৯৮ বন্যার স্মৃতির কথা মনে পড়ে। বাংলাদেশের শিল্পীরা বরাবরের মতো সম্মুখসারিতে দাঁড়িয়েছিল ত্রাণ তৎপরতাকে উজ্জীবিত করার তাগিদে। আইয়ুব বাচ্চুর স্মৃতি ভেসে আসছে বারবার। এমন দুর্যোগে কিছু একটা করার তাড়না তাকে তাড়িয়ে বেড়াত। একে ওকে ফোন দিয়ে জড়ো করে ফেলতেন। আমরা আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা দ্রুত আর কিছু ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনারা আপনাদের সামর্থ্যের সসবটুকু দিয়ে ফ্রন্ট লাইনে দাঁড়ান।
এ সময় ১৯৯৮ সালের বন্যায় আইয়ুব বাচ্চুর কন্ট্রিবিউশনও তুলে ধরা হয়।