মুশফিকের সেঞ্চুরি, ‘ভালো’ অবস্থানে বাংলাদেশ

0
49
মুশফিকুর রহিম

যেভাবে পিচ আঁকড়ে ধরে ছিলেন, তাতেই মনে হচ্ছিল সেঞ্চুরি না করে ছাড়বেন না মুশফিকুর রহিম। সেঞ্চুরিটা তিনি পেয়ে গেলেন মধ্যাহ্ন বিরতির আগেই। আগা সালমানের বলটিকে ফাইন লেগে খেলে ২ রান নিতেই মুষ্টিবদ্ধ হাতে ব্যাট উঁচিয়ে ধরলেন মুশফিক, করলেন গর্জনও। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১১তম সেঞ্চুরি আর পাকিস্তানের বিপক্ষে প্রথম।

রাওয়ালপিণ্ডি টেস্টের চতুর্থদিনের প্রথম সেশনে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল। তার সেঞ্চুরির পরের ওভার শেষেই মধ্যাহ্ন বিরতিতে গেছে দুদল।

মুশফিকের আগে পাকিস্তানের মাটিতে হাবিবুল বাশার ও জাভেদ ওমর শতকের দেখা পেয়েছিলেন। তৃতীয় বাংলাদেশি হিসেবে এই রেকর্ড এখন ‍মুশফিকুর রহিমের। এর মাধ্যমে মুশফিক ছাড়িয়ে গেলেন তামিম ইকবালের ১০টি টেস্ট সেঞ্চুরিকে।

মিস্টার ডিপেন্ডেবল ও মেহেদী মিরাজের অবিচ্ছিন্ন জুটিতে ৬ উইকেটে ৩৮৯ রান তুলেছে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংস থেকে পিছিয়ে মাত্র ৫৯ রানে। টাইগারদের সামনে ‍সুযোগ পাকিস্তানের সামনে লিড ছুড়ে দেয়ার। চতুর্থ দিনের প্রথম সেশনে ২৫ ওভারে লিটনের উইকেট হারিয়ে ৭৩ রান তোলে বাংলাদেশের ব্যাটার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.