অর্থনীতির গতি মন্হর হয়েছে, লাইনচ্যুত হয়নি: অর্থ উপদেষ্টা

0
63
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

অর্থনীতির গতি মন্হর হয়েছে, কিন্তু লাইনচ্যুত হয়নি। এটির সংস্কার দরকার— এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। জানান, বাংলাদেশ ব্যাংক গভর্নর পদত্যাগপত্র জমা দিলেও এ বিষয়ে তিনি একা সিদ্ধান্ত নেবেন না।

শনিবার (১০ আগস্ট) ছুটির দিনেও মন্ত্রণালয়ে অফিস করেছেন অর্থ উপদেষ্টা। দেশের অর্থনীতির হালচাল জানতে বৈঠকে বসেন উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। পর্যালোচনা করা হয় অর্থনীতির বিভিন্ন সূচক। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা, সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি।

সালেহ উদ্দিন বলেন জীবন ও জীবিকার ওপর যে প্রভাব পড়েছ তা কাটিয়ে উঠতে হবে। মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। বলেন, ব্যবসা-বাণিজ্যের গতি বাড়াতে উদ্যোগ নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.