অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জঙ্গি হামলার আশঙ্কায় মার্কিন পপতারকা টেইলর সুইফটের তিনটি কনসার্ট বাতিল হয়েছে। হামলার পরিকল্পনাকারী সন্দেহভাজন ব্যক্তি হিসেবে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
আল জাজিরা সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ৮ থেকে ১০ আগস্ট এ তিনদিনে তিনটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টেইলরের। কিন্তু সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে পরিকল্পিত জঙ্গি হামলার বিষয়ে নিশ্চিত তথ্য পেলে জানমালের নিরাপত্তা নিশ্চিতে শো বাতিল করে কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে শুক্রবার (৯ আগস্ট) অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১৮ বছর বয়সি একজনকে আটক করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার হামলার পরিকল্পনাকারী হিসেবে প্রধান সন্দেহভাজন ১৯ বছর বয়সি একজনকে আটক করা হয়। একইদিন সন্দেহভাজন ১৭ বছর বয়সি আরও একজনকে আটক করে পুলিশ।
এদিকে কর্তৃপক্ষ বলছে, হামলার মূল পরিকল্পনাকারী হতে পারে জঙ্গি সংগঠন আইএসআইএল (আইএসআইএস) গ্রুপ এবং আল-কায়েদা।
উল্লেখ্য, বিগ কনসার্ট ‘এরাস’ ট্যুরের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার পর বর্তমানে ইউরোপে রয়েছেন টেইলর সুইফট। গায়িকার নিরাপত্তা জোরদার করেছেন কর্তৃপক্ষ। পাশাপাশি জঙ্গি হামলায় তিনটি কনসার্ট বাতিল হওয়ায় ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ক্রেতাদের কাছে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করছে ব্যারাকুডা মিউজিক।