দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরের প্রথম কার্যদিবসে আজ শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল ট্রাস্ট ব্যাংক। গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আজ লেদনদেন শুরু হওয়ার পরই ঢাকার শেয়ারবাজারে দারুণ চাঙাভাব লক্ষ করা যায়।
দীর্ঘ কয়েক বছর পর শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ছিল ট্রাস্ট ব্যাংক। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকার পাশাপাশি আজ ব্যাংকটির শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়। এদিন ব্যাংকটির শেয়ারের দাম ১০ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ২০ পয়সায়। দিন শেষে লেনদেন হয় ৪৮ কোটি টাকার। আর হাতবদল হওয়া শেয়ারের সংখ্যা ছিল প্রায় পৌনে দুই কোটি।
ট্রাস্টের ব্যাংকের পর ঢাকার বাজারে লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল উত্তরা ব্যাংক। এ প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৪ কোটি টাকা। দিন শেষে ব্যাংকটির শেয়ারের দাম বাড়ে ৬ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯৭ পয়েন্ট বা প্রায় পৌনে ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৬ পয়েন্টে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। মোট লেনদেন হয়েছে ৭৫০ কোটি টাকা। গত ১০ জুলাইয়ের পর এটিই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন। লেনদেন বৃদ্ধির পেছনে ট্রাস্ট ও উত্তরা ব্যাংকের বড় ভূমিকা ছিল। ঢাকার বাজারের মোট লেনদেনে সোয়া ১২ শতাংশই ছিল এই দুই কোম্পানির।