সারা দেশে ১০৪ শিক্ষার্থীর জামিন

0
61
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য শিক্ষার্থী ধরপাকড়ের শিকার হন, তাদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীও রয়েছেন। ফাইল ছবি
সাপ্তাহিক ছুটির দিন শনিবার (৩ আগস্ট) দেশের বিভিন্ন আদালতে ১০৪ শিক্ষার্থীর জামিন হয়েছে। তাদের মধ্যে ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থী।

শনিবার (৩ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

জামিন পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রামের ৮, খুলনার ৪, রাজশাহীর ১৫, সিলেটের ৬, ময়মনসিংহের ৪ ও রংপুর বিভাগের ১২ জন শিক্ষার্থী রয়েছেন।
 
এছাড়া ঢাকা বিভাগ থেকে ৩৬ জন সাধারণ ছাত্র জামিন পেয়েছেন।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেফতার পরীক্ষার্থীদের কথা বিবেচনায় আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন।

এ জন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেয়ার বিষয়ে উদ্যোগী হতে প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দেন।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয়, সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে উদ্যোগী হতে প্রসিকিউশনকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। 
প্রসূন আশীষ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.