হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় ২৫ জুলাই ভোর ৬টা ৫০ মিনিটে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা যান। এরপর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে তার মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়। সব ঠিক থাকলে আগামী ২৯ জুলাই এই ব্যান্ড তারকার মরদেহ দেশে এসে পৌঁছাবে।
এ প্রসঙ্গে প্রয়াত শাফিনের বড় ভাই হামিন আহমেদ গণমাধ্যমকে বলেন, শাফিনের মরদেহ বহনকারী উড়োজাহাজ ২৯ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর ৩০ জুলাই দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে।
প্রসঙ্গত, ১৯৭৯ সালে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ গঠিত হয়। এর কিছুদিন পর এতে যুক্ত হন শাফিন আহমেদ ও হামিন আহমেদ। এরপর বাংলাদেশের অসংখ্য শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তারা।