দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলায় বিপাকে অলিম্পিক কমিটি

0
69
দক্ষিণ কোরিয়া

প্যারিসের সিন নদীতে গতকাল রাতে জমাকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে অলিম্পিক গেমসের। এই উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টের সময় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মার্চপাস্টের সময় দক্ষিণ কোরিয়ার অ্যাথলেটদের উত্তর কোরিয়া বলে পরিচয় করিয়ে দেয় উপস্থাপক। যা নিয়ে বিপাকে পড়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

শুক্রবার (২৭ জুলাই) মার্চপাস্টে দক্ষিণ কোরিয়ার নৌযান দৃশ্যমান হতেই ঘোষক পরিচয় করিয়ে দেন এভাবে, ‘ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া।’ যা শুনে অনেকেই চমকে ওঠেন। কারণ এটি উত্তর কোরিয়ার সরকারি নাম! তাই ঘোষণাটি হতো এভাবে ‘দ্য রিপাবলিক অব কোরিয়া’, এটি দক্ষিণ কোরিয়ার সরকারি নাম

দুই ভাষাতেই (ফরাসি ও ইংলিশ) দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়ার নামে। কিন্তু দুই বৈরি দেশের পরিচয়ে এই ভুল নিয়ে তোলপাড় তৈরি হওয়াই যে স্বাভাবিক!

অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য ক্ষমা চেয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপক মার্ক অ্যাডামস। তিনি বলেছেন, স্পষ্টভাবে এজন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। চলমান প্রক্রিয়ার মাঝেই এই ভুল হয়ে গেছে। সেই (উদ্বোধনী অনুষ্ঠানে) সন্ধ্যায় অনেকগুলো ঘটনা ঘটছিল, এরই মাঝে ভুল হয়েছে, আমরা শুধু ক্ষমাই চাইতে পারি।

এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ক্ষমা প্রার্থনা করে কোরিয়ান ভাষায় একটি পোস্ট করেছে।

পোস্টে তারা লিখেছে, উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের সময় দক্ষিণ কোরিয়া দলকে পরিচয় করিয়ে দিতে গিয়ে যে ভুলটি হয়েছে, এর জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।

বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী জ্যাং মি-রান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণার সময় দক্ষিণ কোরিয়া দলকে উত্তর কোরিয়া দল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।’

এছাড়া বিতর্কিত এই ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখকে। আইওসি প্রেসিডেন্ট বাখের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট ইউন সুক-ইয়লের।

ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফরাসি সরকারের সঙ্গে মিলিতভাবে ‘রাষ্ট্রীয়ভাবে (দ. কোরিয়া) শক্ত অভিযোগ’ গঠন করা হতে পারে বলেও জানানো হয়েছে। একইসঙ্গে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকেও প্যারিস অলিম্পিক কমিটিকে খেয়াল রাখার আহবান জানিয়েছে মন্ত্রণালয়।

দীর্ঘ সময়ের উত্তেজনার পর দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া আলাদা রাষ্ট্র গঠন করে ১৯৪৮ সালে। এর আগে পেনিনসুলায় কোরিয়ান যুদ্ধে দুই দেশের মিলিয়নেরও বেশি মানুষ নিহত হন। যাদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.