বছরের দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের। মূল্য ছাড় দিয়ে গাড়ি বিক্রি করেও এ সময়ে টেসলার আয় হয়েছে ২৫.৫০ বিলিয়ন ডলার। আর বিজ্ঞাপন ও ক্লাউড পরিষেবা থেকে অ্যালফাবেটের আয় হয়েছে ৮৪.৭৪ বিলিয়ন ডলার।
সম্প্রতি সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার টেসলা জানায়, গত এপ্রিল থেকে জুনে তারা আয় করেছে ২৫.৫০ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ২৪.৯৩ বিলিয়ন ডলার। যদিও এ সময় টেসলার আয় ২৪.৭৭ বিলিয়ন ডলার হবে বলে ধারণা করছিলেন বিশ্লেষকরা।
মূলত বছরের এ দ্বিতীয় প্রান্তিকে ব্যাপক হারে মূল্যছাড় দিয়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে, যার কারণে টেসলার আয় বেড়েছে। এতে বিশ্লেষকদের সব অনুমান ছাড়িয়ে গেছে।
অবশ্য বছরের ব্যবধানে কমেছে টেসলার মুনাফা। দ্বিতীয় প্রান্তিকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ১.৪৮ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ২.৭০ বিলিয়ন ডলার।
একইভাবে বিশ্লেষকদের অনুমান ছাপিয়ে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের আয়ও বেড়েছে ১৪ শতাংশ। বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি আয় করেছে ৮৪.৭৪ বিলিয়ন ডলার। যদিও কোম্পানিটির আয় ৮৪.১৯ বিলিয়ন ডলার হবে বলে ধারণা করছিলেন বিশ্লেষকরা।
এছাড়া, আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন বিক্রি। গত তিন মাসে কোম্পানির বিজ্ঞাপন বিক্রি ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৪.৬ বিলিয়ন ডলারে। পাশাপাশি বেড়েছে কোম্পানির ক্লাউড কম্পিউটিং পরিষেবাগুলোর চাহিদাও। এ খাত থেকে আয় ২৮.৮ শতাংশ বেড়েছে। এদিকে, ইউটিউব ডিভিশনে কোম্পানির বিজ্ঞাপন বিক্রি ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৬৭ বিলিয়ন ডলারে।
ইয়ানূর সিফাত