প্যারিস অলিম্পিক : বাংলাদেশের খেলা কবে, কখন

0
59
বাংলাদেশ অলিম্পিক টিম

আর্চারি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের প্যারিস অলিম্পিকের যাত্রা। ২৫ জুলাই রিকার্ভ ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে নিশানাভেদের লড়াইয়ে নামছেন আর্চার সাগর ইসলাম। উদ্বোধনের আগে আর্চারি ইভেন্ট শুরু হচ্ছে। ২৮ জুলাই শুটিং ইভেন্ট হলেও বাংলাদেশের দুই সাঁতারু পুলে নামবেন ৩০ জুলাই ও ১ আগস্ট। একই দিনে হবে অ্যাথলেটিক্স।

কে কখন খেলবেন (বাংলাদেশ সময় অনুযায়ী সূচি)

আর্চারি

২৫ জুলাই : সাগর ইসলাম রিকার্ভ এককে র‌্যাঙ্কিং রাউন্ড দিয়ে শুরু করবেন; দুপুর ১ টা ৩০ মিনিট-রাত ৮টা ৪৫ মিনিট।
ভেন্যু : ইনভেলিদেস

শুটিং

২৮ জুলাই : রবিউল ইসলাম

১০ মিটার এয়ার রাইফেল বাছাইয়ে অংশ নেবেন; দুপুর ১টা ১৫ মিনিট-বিকেল ৪টা ৩০ মিনিট।

ভেন্যু : ছাতেইরক্স শুটিং সেন্টার

সাঁতার

৩০ জুলাই : সামিউল ইসলাম রাফি

১০০ মিটার ফ্রি স্টাইল বাছাই; দুপুর ৩টা-বিকেল ৫টা

ভেন্যু : প্যারিস লা ডিফেন্সে এরিনা

৩ আগস্ট : সোনিয়া খাতুন

৫০ মিটার ফ্রি স্টাইল বাছাই; দুপুর ৩টা-বিকেল ৫টা

ভেন্যু : প্যারিস লা ডিফেন্সে এরিনা

অ্যাথলেটিকস

৪ আগস্ট : ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্ট বাছাই; রাত ১০টা ৩০ থেকে ২টা ৩০

ভেন্যু : এস্তাদো দ্য ফ্রান্স

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.