যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সিদ্ধান্ত বুধবার

0
55
ট্রেন

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংতার ঘটনায় গত ১৮ জুলাই দুপুর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন কবে থেকে চলবে- এ বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম এ তথ্য জানান।

তিনি বলেন, মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে। তবে, যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার (২৪ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, সারাদেশে তাণ্ডব শুরু হলে গত ১৯ জুলাই দিনগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার বলেন, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলায় বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এ সময়ে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস এবং সব বাণিজ্যিক ব্যাংক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.